শেয়ার করুন বন্ধুর সাথে

মৌলবাদ উৎপত্তিগত দিক থেকে (Fundamentalism) একটি খ্রিস্টীয় শব্দ। মৌলবাদ বলতে একটি ধর্মীয় ধারণা যা প্রাচীন ধর্মীয় শাস্ত্রবিধির প্রতি অবৈজ্ঞানিক অন্ধ বিশ্বাস বা অটুট বিশ্বাস কে বোঝয়।মৌল ও বাদ শব্দ দুটির সন্ধি হচ্ছে মৌলবাদ। সংসদ বাংলা অভিধানে মৌল শব্দের অর্থ হচ্ছে, মূল সম্বন্ধীয়, মূল হতে উৎপন্ন, আদিম। আর ‘বাদ’ শব্দের অর্থ হচ্ছে, মত (মতবাদ), তত্ত্ব ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ