Call

পুলিশ ৫৪ ধারায় যে কাওকে সাময়িক আটক করতে পারে। তবে গ্রেফতার নয়। গ্রেফতার করতে হলে নির্দিষ্ট ওয়ারেন্ট দেখাতে হবে। তবে আটক হক আর গ্রেফতার হক আপনি পুলিশের আই কার্ড দেখতে চাইলে তিনি দেখাতে বাধ্য। তবে ৫৪ ধারা ঠিক কিছুটা এরকম যে, সমসাময়িক বা যে কোন বিষয়ে পুলিশ আপনাকে সন্দেহ-ভাজন বসত আটক করতে পারে। এই আইন ও অধিকার তার আছে।এক্ষেত্রে আপনাকে আটক করার কারন বলবে তবে আপনি যেতে বাধ্য । আপনি পুলিশের দ্বারা অযথা হেনেস্থা হলে অর্থাৎ পুলিশ আপনাকে সন্দেহ নয় বরং শয়তানি করে (হয়ত এমনি কিছু ঘুশ খাওয়ার জন্য) আটক করলে আপনি পুলিশের বিরুদ্ধে  পুলিশ সুপারের অধিনে নয় এমন কোন পুলিশ কর্মকর্তার কাছে অথবা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করতে পারেন অথবা মানবধিকার সংস্থার সাহায্য নিতে পারেন। উপযুক্ত কারন দেখিয়ে লাইসেন্স করে পিস্তল এর যোগার করতে পারবেন কিন্তু বয়স ৩০ বা তার বেশি হতে হবে। তবে উকিল হলে হয়ত বয়স ৩০ এর নিচে হলেও কাজ হয়ত হতে পারে ,একটু খোজ নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ