Call

৬০০ জন৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মনে করি, ঐ শ্রেণিতে ছাত্রসংখ্যা জন 

∴ প্রত্যেকে কার্ড পাঠায় (ক−১) টি 

∴ মোট কার্ডের সংখ্যা= ক(ক−১) টি 

প্রশ্নমতে, ক(ক−১)=৬০০ 

বা, ক²−ক=৬০০ 

বা, ক²−ক−৬০০=০ 

বা, ক²−২৫ক+২৪ক−৬০০=০ 

বা, ক(ক−২৫)+২৪(ক−২৫)=০ 

বা, (ক−২৫) (ক+২৪)=০ 

হয়, ক−২৫=০ 

বা, ক=২৫ 

নতুবা, ক+২৪=০ 

বা, ক=−২৪ (এটি গ্রহণযোগ্য নয়। কারণ ছাত্রসংখ্যা ঋণাত্মক হতে পারে না) 

অতএব, ছাত্রসংখ্যা ২৫ জন। 

উত্তরঃ ২৫ জন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ