Call

আপনার NID কার্ডের তথ্য জানা থাকলে,  আপনি খুব সহজেই তা রিইস্যু করতে পারবেন৷  

১- আপনি আপনার ফোন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আপনার কার্ডের রেজিষ্ট্রেশন কমপ্লিট করবেন - NID Official website থেকে৷  

২- তারপর লগইন করবেন।  ঐ খানে রিইস্যু করার জন্য একটি অপশন দেওয়া আছে - ঐ খানে আপনার কারন জানিয়ে নিদিষ্ট ফি প্রদান করে আবেদন করতে হবে৷ 

আর যদি এই সকল পদ্ধতি আপনার কাছে কঠিন মনে হয়,  তাহলে আপনার এলাকার নির্বাচন কমিশনারের অফিস যোগাযোগ  করুন৷  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ