শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ আপনি NID এর জন্য তথ্য দিলে আপনার NID কার্ড বানানোর প্রক্রিয়া শুরু করে দিবেন কর্তৃপক্ষ। 

আপনার যদি পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার এলাকার সিডিউল মোতাবেক ফরম-২ পূরণ করে ভোটার হোন। (আপনার ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে। আপনি ভোটার হতে পারবেন। 


ভোটার হওয়ার সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ- 

• এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ) 

• জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ) • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ) 

• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান) 

• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) 

• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ