RobinSicily

Call
ভাই, এক কথায় বলি ছেড়ে দেন... সে পতিতালয়ে গেলো নাকি গেলো না তা জানার কোনো দরকার নেই... কারন সে আপনার স্বামী না ।  সে আপনার পরাশুনার খরচ বহন করে তাই বলে আপনার উপর সে কোনো অধিকার খাটাইতে পারে না, এমনকি আপনাকে কোনো গালিগালাজ করতেও পারে না। বিয়ের আগেই এই যদি অবস্থা হয় তাহলে ভেবে দেখুন বিয়ের পর কি হতে পারে। আর যদি ছেলের বাজে জায়গায় যাওয়ার অভ্যাস থাকে তাহলেতো আপনার জীবন শেষ। তাই যা করবেন ভেবে চিন্তেই করবেন। একবার বিয়ে হয়ে গেলে কিন্তু ........................... ভাবার সময় থাকবে না.........
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীর জন্য গ্রহণযোগ্য স্বামী নির্বাচনের জন্য সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করে বলেন, ‘যখন তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসা হয়, যার চরিত্র ও দ্বীনদারিতে তোমরা (পাত্রী) সন্তুষ্ট হবে। তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা করে দাও। যদি তোমরা তা না কর, তবে তা পৃথিবীর মধ্যে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে। (তিরমিজি ও ইবনে মাজাহ)

বিশেষ করে যোগ্য স্বামীর মানদণ্ড তিনটি- ১.দ্বীনদারি ২.চরিত্রবান ৩. আকলসম্পন্ন..

এগুলো বৈশিষ্ট যদি তার ভেতর থাকে..তাহলে ভবিষ্যতে আপনাদের জীবন সুখি হবে.. নতুবা কলহ দেখা যাবে..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আগে দেখুন, যে বন্ধু আপনাকে ওই কথা বলছে সে আপনাকে লাইক করে কি না । হতে পারে সে আপনাকে চায় তাই আপনার সাথে ওর বিবেধ সৃষ্টি করতে মিথ্যা বলছে... বেশি ভালোবেশে থাকলে বিয়ে করেন । তাহলেতো সব সমস্যা সমাধান হয়ে যায় । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ