শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্রিটিশ পার্লামেন্টে (হাউজ অব কমন্স) স্পীকারের ডান দিকে সাধারণতঃ ট্রেজারী বেঞ্চ (সরকারী দল) এবং বাম দিকে বিরোধী দলের আসন গ্রহন করে বসা বৃটিশ কনভেনশন বা প্রথা। পৃথিবীর অন্যান্য দেশেও ডান এবং বাম দিকে সাধারণতঃ যথাক্রমে সরকারী দল ও বিরোধী দল আসন গ্রহন করে থাকেন। এ থেকেই বাম দল ও ডান দলের উৎপত্তি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯১৭ খ্রিঃ রাশিয়ায় বলশেভিক পার্টি লেনিনের নেতৃত্বে রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে জার সম্রাটদের হটিয়ে ক্ষমতা দখল করে সোস্যালিজমকে প্র্যাকটিকেলি রুপদান করায় পূর্ব ইউরোপসহ পৃথিবীর অনেক দেশেই সমাজতন্ত্র জনপ্রিয় হতে থাকে। পৃথিবীর প্রত্যেক গণতান্ত্রিক দেশেই কমিউনিজম/ সোস্যালইজম পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্তিলাভ করে দরিদ্র মানুষের আশার আলো হিসেবে বিকশিত হতে থাকে। ছাত্র, জনতা এবং রাজনীতিক মহল উৎপাদন ও বন্টনের সাম্যতার জন্য আকুল হয়ে উঠে। কিন্তু বহুবিদ বাস্তব কারনে নির্বাচনে কমিউনিস্টগণ সাফল্য বঞ্চিত হয়। সংখ্যা লঘিষ্ট হিসেবে তারা পার্লামেন্টে প্রবেশ করে যথারীতি স্পীকারের বাম দিকে আসন গ্রহন করতে থাকে এবং তারা ক্রমান্বয়ে বাম দল হিসেবে খ্যাত হতে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ