১৩-০৬-১৬ তারিখ বিকেলে দুর্ঘটনায় আমার বাম হাতের ২টা আঙুলের নখের গোড়ার দিক থেকে সামান্য মাংস উঠে যায়। সরকারি হাসপাতালের ডাক্তার x ray. রিপোট দেখে হাড্ডি ঠিক আছে বলেছে। ড্রেসিং+১টা আঙুলে সেলাই. এবং ওষুধ [ flucox 500, kilbac 500 ] দিয়েছে। ঔষধ খাচ্ছি কিন্তু যে আঙুলটায় সেলাই দিয়েছে ওটাতে খুব ব্যথা করছে। কি করব এখন?
Share with your friends

বিশ্রাম ছাড়া এখন আপনার আর

কিছু করার নেই। যা করার আপনার

ওষুধটি করবে। এরকম ব্যাথা হবে

এটা সাভাবিক ব্যাপার। নতুন চোট লেগেছে

তাই এমন ব্যাথা করবে কিছুক্ষন।

করনীয়ঃ

→শুয়ে গান শুনুন,

→ঘুমানোর চেষ্টা করুন,

→একান্তই ঘুম না আসলে

মেডিটেশন এর গান গুলা শুনুন।

Talk Doctor Online in Bissoy App