আমি প্রায় ৬ বছর ধরে হস্তমৈথুনে আসক্ত।সমস্যাটা শুরু হয় আমার ২০১৮ এর মার্চের শুরুতে।এর আগে ভালোই জীবনযাপন কাতছিল।একদিন সকালে বুক ধরফর করা অবস্থায় ঘুম থেকে উঠে পরি।তারপর প্রায় ২০ দিনের বেশি আমি ঘুমাতে পারিনি শরীর নিয়ে চিন্তা হতো।তারপর আমি জন্ডিসে আক্রান্ত হই লিভার ও কিডনী পরীক্ষা করাই সবই ঠিক আছে।এবং জন্ডিসও ভালো হয়ে যায়।তাও আমার শরীর নিয়ে চিন্তা শেষ হয় না যে কি হলো আমার।২০১৭ দিকে আমার এক যাগায় একটি ফোড়া হয় সেখান  থেকে মাংস জমাট হয়ে যায়। কিন্তু কোন ব্যাথা নাই।কিন্তু এখন পেটে সমস্যা।জালাপোড়া করে মাঝে মাঝে ব্যথা করে।টয়লেট করতে সমস্যা হয়।অনেক সময় নিয়ে বসে থাকতে হয় টয়লেটে।টয়লেট পিচ্ছল হয়।সিগারেট খেলে শরীর খুবই খারাপ লাগে।শরীর দূর্বল থাকে। শরীর নিয়ে সবসময় চিন্তা করি।কোন কাজে মন বসে না।এখন আমি কি করতে পারি।


দয়া করে একটু ভালো পরামর্শ দিন। 

দয়া করে বলেন।

কেমন ডাক্টার দেখাবো????


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনি শারীরিক কিছু সমস্যার পাশাপাশি, মানসিক ডিপ্রশনে ভুগছেন, মানসিক দুঃচিন্তা অব্যাহত থাকলে পেটের সমস্যা সহজে সমাধান হবেনা। আপনার বর্তমান পেটের সমস্যা গুলো আইবিএস এর লক্ষণ, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ