বিসমিল্লাহ্‌

পৃথবী কে যতই দেখছি তত অবাক হচ্ছি। আমি কিভাবে পৃথিবীতে এলাম সেই ছোট্ট ভ্রন থেকে,  কিভাবে প্রতিযোগিতায় ১ম স্হান অর্জন করলাম কে ওই শক্তি দিলো আমাকে? অদ্ভুত সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি তাহলে কে? পৃথবীতে এলাম অন্য জনের সাহায্যে, খাচ্ছি সেটাও অন্যজনের! কেনো আমি অহংকার করি? যদি আমি কোনো কিছুই উৎপাদন করতে পারি না। সেই ছোটো বেলার কথা মনে পরে গেলো, জন্ম লাভ করেই হাটতে পারতাম না মা-বাবা তাদের স্বপ্ন কে হাটি হাটি পা পা করে বড় করে তুললো। যদি আমার পায়ের শক্তি, যদি আমার কথার শক্তি,  আমার চলার শক্তি, আমার মেধার শক্তি তাঁদের কথার অবাধ্য হয় তাহলে যেনো আমার কন্ঠ, পা, হাত,  চোখ যেন জাহান্নামে যায়।



শেয়ার করুন বন্ধুর সাথে