চশমার পাওয়ার -২.০০ বলতে কি বোঝাচ্ছে?  বুঝিয়ে বলুন


শেয়ার করুন বন্ধুর সাথে
Mahadi

Call

চশমার পাওয়ার /ক্ষমতা -২.০০ বলতে বুঝায় ঐ চশমার লেন্সটি অবতল লেন্স। এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে ১/২ মিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে।

ক্ষীণদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া -এধরনের চোখের ত্রুটিতে অবতল লেন্স ব্যবহার করতে হয়।

যখন চোখ কাছের বস্তু দেখতে পায়, কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ