Anonymous

Call

পত্রিকায় লেখা পাঠালে তা যাচাই-বাছাই করে ছাপাতে ছাপাতে বেশ দেরি হয়ে যায়। এজন্য হতে পারে যে দেরি হচ্ছে। তবে একটা কথা আছে যে, ৩ মাসের মধ্যে কোন উত্তর না পেলে বুঝতে হবে লেখা গ্রহণ করা হয়নি। তবুও বলা যায় না, দেরিতে হলেও ছাপা হতে পারে। তবে বেশিদিন হয়ে গেলে আশা ছেড়ে দেয়াই স্বাভাবিক। তবে আশা করব মনোবল হারাবেন না এতেই। মাঝে মাঝে বেশ দেরি হতে পারে। :)


লেখা প্রকাশ সংক্রান্ত বিশেষ কোন টিপ দেবার নেই, যেহেতু আমি লেখক নই। তবে অবশ্যই লেখার মান ভালো হওয়া দরকার। এটা সবার জানা, তাই এ নিয়ে কিছু বলছি না। পাশাপাশি  আপনি হয়তো ততোটা জনপ্রিয় নয়, এমন কোন পত্রিকায় চেষ্টা করে দেখতে পারেন। আবার বিষয়টিও একটু যত্ন সহকারে বেছে নেয়া দরকার; যে বিষয়ে লিখছেন তার গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ।

Talk Doctor Online in Bissoy App