Call

অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। মাশরুম ফানজাই/ছত্রাক রাজ্যের অন্তর্গত। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য
১। এরা মৃতজীবী বা পরজীবী হিসেবে কাজ করে।
২। অধিকাংশ বহুকোষী এবং স্থলজ।
৩। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।
৪। এরা মোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে।
৫। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
প্রোটিস্টা রাজ্যের এর বৈশিষ্ট্যঃ
এককোষী, আণুবীক্ষণিক প্রাণী।
দ্বিবিভাজন বা বহু বিভাজন পদ্ধতিতে শুধুমাত্র অযৌন জনন সম্পন্ন করে।
সাধারণত এককোষী দেহে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। ব্যতিক্রম: প্যারামেসিয়ামের দুটি নিউক্লিয়াস এবং ওপালিনাতে বহু নিউক্লিয়াস থাকে।
বিশেষ গমন অঙ্গের সাহায্যে গমন করে। যেমন-- অ্যামিবার ক্ষণপদ, প্যারামেসিয়ামের সিলিয়া এবং ইউগ্লিনার ফ্ল্যাজেলা আছে।
শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ