Call

আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে  অ্যামিবা  হলো প্রোটিষ্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এবং মাশরুম হলো  ফানজাই বা ছাত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত।

 প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য লেখা হলোঃ

 (ক) এ রাজ্যের জীবদেহের  কোষ সুগঠিত নিউক্লিয়াস দিয়ে  যুক্ত। 

(খ) এরা এককোষী।

 (গ)এরা একক বা দলবদ্ধ থাকতে পারে।

 

ফানজাই বা ছত্রাক  রাজ্যের বৈশিষ্ট্যঃ
 (ক) দেহে  ক্লোরোফিল না থাকায় বর্ণহীন।


 (খ) ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
 (গ) এরা সাধারণত পানিতে বাস করে না।
  (ঘ) এরা আলো-অন্ধকার উভই পরিবেশে বাঁচতে পারে।
 (ঙ)এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ