Jobedali

Call

সাইকাস  হলো নগ্নজীবি উদ্ভিদ।
নগ্নজীবি উদ্ভিদের বৈশিষ্ট্যঃ নিচে নগ্নজীবি উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হল -

(১) এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে না।
(২) ডিম্বকগুলো নগ্ন থাকে।

(৩) ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

সুপারি গাছ, কাঁঠাল গাছ ও সরিষা এগুলো হলো সপুষ্পক আবৃতজীবি উদ্ভিদ।
সপুষ্পক আবৃতজীবি উদ্ভিদের বৈশিষ্ট্যঃ নিচে সপুষ্পক আবৃতজীবি উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হল -

(১) এদের ফুলে ডিম্বাশয় থাকে।
(২) এদের বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।
(৩) নিষেকের পর বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়।

ছকে  উল্লেখিত মস অপুষ্পক উদ্ভিদ।
অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যঃ নিচে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হল -

(১) এ সকল উদ্ভিদের মূল থাকে না। মূল এর পরিবর্তে রাইজয়েড থাকে।
(২) এরা সমাঙ্গ নয়।
(৩) এরা সবুজ স্বভোজী।
(৪) এরা সাধারনত পুরাতন, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ