একটি নারী পুরুষের বীর্য ছাড়া(Excluding test tube cases) নিজের থেকে pregnant হতে পারবে?


Share with your friends
Jamiar

Call

আসলে পুরুষের বীর্যে থাকে শুক্রানু আর এই শুক্রানু নারীর ডিম্বাণু সাথে মিলিত হওয়ার ফলেই নারীর জরায়ুতে বেবি জন্ম নেয়। সেক্ষেত্রে যদি কোন নারী তার জরায়ুতে পুরুষের বীর্য মিলনের মাধ্যমে বা অন্য পদ্ধতিতে প্রবেশ না করিয়ে দেয় সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।।অর্থাৎ বীর্য বা বীর্যে থাকা শুক্রাণূ ব্যতীত নারীরা কখনোই প্রেগন্যান্ট হতে পারে না।

আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App