দুই জন পুরুষ মিলে যদি কোন অঙ্গ ( যেমন:-পায়ুমৌথুন,মুখমৌথুন) ব্যবহার করে যদি তাদের চাহিদা পুরূন করে অথবা দুই জন নারী মিলে যদি(যৌনিঘর্ষন,ফিঙ্গারিং করে) চাহিদা পুরূন করে । তবে কি ঐ পুরূষ বা নারী দের ভার্জিন বলা হবে নাকি ননভার্জিন বলা হবে । 
শেয়ার করুন বন্ধুর সাথে
tanmin

Call

সাধারণত ভার্জিন বা সতী শব্দটি মেয়েদের জন্য প্রযোজ্য। এর দ্বারা কোন নারী নিজের যোনি অক্ষত রেখেছেন কিনা বোঝান হয়। মেয়ে-মেয়ে সমকামিতায় যদি তারা শুধু যোনি ঘর্ষন করে বা স্তন মর্দন করে তাহলে সংজ্ঞানুসারে সে তার ভার্জিনিটি অক্ষত রেখেছে। তবে তারা যদি সেক্সটয় ব্যবহার করে এবং যোনি অভ্যন্তরে প্রবেশ করে তাহলে তার সতীত্ব থাকবেনা। আর ছেলেদের ক্ষেত্রে শব্দটি কৌমার্য। ছেলে ভার্জিন কিনা এর কোন প্রমাণ নেই। ছেলেদের কৌমার্যহরণ বলতে সাধারণত তাদের কোন মিলনে অংশ নিয়ে বীর্যপাত করাকে বুঝায়। সে হিসাবে ছেলে-ছেলে মিলনে ছেলেরা তাদের কৌমার্য হারাবে। 


ভার্জিনিটি দ্বারা আসলে নিজেদের শুধু শারীরিক নয় মানসিক সতীত্বকেও বোঝান উচিত। নিজের সঙ্গীর প্রতি নিজের দায়বদ্ধ থাকা উচিত। তার কাছে নিজের সম্মান বজায় রাখা উচিত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ