আমার মাসিক প্রতি মাসের শেষের দিকে হয় ।  তবে আমি আমার মাসিক বন্ধ রাখার জন্য গত মাসের ২৮ তারিখে নরেট ২৮ পিল খাওয়া শুরু করি।  আর ৪ তারিখ পর্যন্ত খাই আর পর পর ২ দিন কাজের চাপের জন্য খেতে ভুলে যাই।  পরে আর খাওয়া হয়নি ।  কিন্তু তার ৪ দিন পর ও  আমার মাসিক না হওয়ার জন্য খয়েরি পিল একদিনে ২ টা খাই আর খাইনি । এখনো আমার মাসিক হয়নি।  তাই এখন আমার মাসিক হওয়ার জন্য করণীয় কি।  পিল কি আবার খেতে হবে নাকি অন্য কোনো ওষুধ  আছে ।  তবে আমার স্বামী এর মধ্যে একবারও সেক্স করেনি।  অনুগ্রহ করে জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

যেহেতু একবার ও মিলন করেন নি।তাহলে দুশ্চিন্তা করবেন না।অপেক্ষা করুন। আসলে পিল গুলো খেতে অনিয়ম করছেন। আপনি খয়েরি পিল গুলো প্রতিদিন ১ টা করে খেতে থাকুন বা Ipec pluse আয়রনের ট্যাব টি ৭ দিনে ৭ টা খান আশা করি মিন্স আসবে। দুশ্চিন্তা করবেন। আশা করি মিন্স হয়ে যাবে।

যদি পিল খেতে চান তাহলে মিন্সের সময় পিল খেতে শুরু করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ