Jamiar

Call

যেহেতু বেবি বুকের দুধ খায় সেক্ষেত্রে আন্দাজি না জেনে বুঝে কোন এরকম ঔষধ খাওয়ানো উচিৎ হবে না।তবে হ্যা বাচ্চা প্রসবের ৩/৬/৯ মাস পর্যন্ত মাসিক বন্ধ হয়ে থাকতে পারে কারন বেবি বুকের দুধ খায় বলে। তবে সবার ক্ষেত্রে এক হয় না।

আসলে বেবি বুকের দুধ খেলে মায়ের শরীরের ভিটামিন ও আয়রনের অভাব থেকেই যায়।এছাড়াও রক্তশল্পতা থাকার কারনেও বুকে দুধ কমে যায় সাথে মাসিক মিসিং থাকে।

তাই ঘাবরে যাবেন না অপেক্ষা করুন মাসিক হবে।তবে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার,মাছ,শিংমাছ,কলিজা,গরুর মাংস সপ্তাহে ২ দিন খাবে। পাশাপাশি ভিটামিন ও আয়রনের ট্যাবলেট খেতে পারে।

ওনাকে কি নিয়মে নরমেন্স খাওয়াইছেন তা বলেন নি।তবে এই নরমেন্স ট্যাবলেট সেবনের বেশ কয়েকটি নিয়ম আছে সমস্যা ও রোগ বুঝে উক্ত নিয়মে ঔষধ সেবন করতে হয়।

তাই নিজে থেকে কোন রকম ঔষধ না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ান। ইনশাআল্লাহ মাসিক হয়ে যাবে।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রেগন্যান্সি ছাড়া আরাও কিছু কারনে মাসিক বন্ধ থাকতে পারে যেমন-

রক্ত স্বল্পতা

মানসিক বিষন্নতা 

দুর্বলতা 

যৌনরোগ 

 

তাই এই ব্যাপারে ভেঙে না পড়ে পুষ্টিকর খাবার খাওয়ান, পানি বেশি পান করান এবং মানসিক ভাবে শক্ত রাখুন।

 

যেহেতু শিশু বুকের দুধ পান করছে তাই এই সময় অতিরিক্ত কোন ঔষধ খাওয়াবেন  না।

  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ