Jamiar

Call

মাসিক হওয়ার ১৩ দিন পর মিলন করলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকে কেনো না এসময় টি মারাত্মক ডেঞ্জারাস যা মিলনে কন্সিভ করার ক্ষমতা রাখে।

যেহেতু ২৬ তারিখে মাসিকের সময় ছিলো আর আজ ২৯ তারিখ। এতে মাসিক মিস হওয়ার ৪ দিন হলো তাই সঠিক ভাবে জানতে অপেক্ষা করুন আগামী মাসের ১৪ তারিখ পর্যন্ত  এর মধ্যে মাসিক হলে বুঝবেন প্রেগন্যান্ট না। আর যদি মাসিক মিসিং থাকে তাহলে প্রেগন্যান্সি টেস্ট করাবেন (আপনার প্রেগন্যান্সি সম্ভাবনা রয়েছে) কিভাবে কখন স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। সঠিক নিয়ম নিম্নের  প্রশ্নে  ক্লিক করে  আমার  উত্তর টি  দেখে নিন। 

স্ট্রিপ কাঠি দিয়ে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবো, ছবি সহ দেখতে চাই?(ক্লিক করুন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ