Jamiar

Call

আপনার স্ত্রীর মাসিক শেষ হয় ৪/০৪/২০ তারিখে কিন্তু আপনি ৫ তারিখ ও ১০ তারিখে কোন প্রটেকশন ছাড়াই মিলন করেন। এই ৫ ও১০ তারিখের মিলনে প্রেগন্যান্সি সম্ভাবনা থেকেই যায় যদিও না আপনি ২০ তারিখে মিলনের পর ইমার্জেন্সি খান না কেনো ৫ও১০ তারিখের মিলনে প্রেগন্যান্সি হলেও ২০ তারিখের মিলনে ইমার্জেন্সি খেয়েও পিল কোন কাজেই আসবে না।

তবে আসলেই প্রেগন্যান্ট হবে কিনা এখন নিশ্চিত ভাবে বলা সম্ভব না যেহেতু ওনাকে ইমার্জেন্সি পিল খাওয়াইছেন যার কারনে মাসিকের সময় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই আপনি আগামী ২০/৫/২০২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এর মধ্যেই মাসিক হলে প্রেগন্যান্ট হবে না। কিন্তু আগামী ২০ মে তেও মাসিক না হলে ২১/৫/২০২ ০ তারিখে সকাল বেলায় প্রেগন্যান্সি টেস্ট করবেন।

মনে রাখবেন নিজে থেকে ভুলেও কোন রকম পিল খাবেন না মাসিক হওয়ার জন্য।কাজেই প্লিজ আগামী ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ