Call

সুরা ফাতিহার পর ‘আমীন’ বলা সুন্নাত। হানাফী মাজহাবের সকল ইমাম সুরা ফাতিহা শেষে আস্তেই আমিন বলে।

মুক্তাদীগন আস্তে না জোড়ে আমিন বলবে এই ব্যাপারে ফকীহ ও ইমামগণের মতভেদ আছেঃ

আমীন কি আস্তে উচ্চারণ করা হবে, না জোরে। এটা মূলত ‘তানাওউয়ে সুন্নাহ’ বা সুন্নাহর বিভিন্নতা, যাকে ইখতিলাফে মুবাহও বলা হয় অর্থাৎ এখানে দুটি নিয়মই মোবাহ ও বৈধ এবং যে নিয়মই অনুসরণ করা হোক সুন্নাত আদায় হবে।

হানাফী মাজহাব মতে, সুরা ফাতিহা শেষে আস্তে আমিন বলতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ