Waruf

Call

আপনাকে কে বলল যে তারা আরবীতে কথা বলেছিল? কিছু আবেগী মানুষ আছে যারা সব জাগায় আরবী ঢোকাতে উঠে পড়ে লাগে, এসব প্রচার তাদের। সেসময় আরবী ভাষা ছিল না। 

আরবী ভাষা মোম্মাদ (সাঃ) এর সময়ে আরবের মরু অঞ্চল ও আশেপাশের ভাষা ছিল। 

আর হ্যা প্রাচীন মানব সভ্যতার ইতিহাস বিষয়ে যা বলছেন। বিষয়টা ঠিক কিন্তু পুরা ব্যাপারটা বুঝতে পারেননি। প্রাচীন কালেও মানুষ কিন্তু একা একা ঘুরে বেড়াত না। দলবদ্ধ হয়ে থাকত। একই দলের নিজেদের ভাষা তারা বুঝত। তারা কেবল দুরের অন্য একদল মানুষের ভাষা বুঝত না। যেমন আমরা ওপার ভারতের হিন্দি বুঝিনা। আর এই মানুষের দল ভিন্ন স্থানে ছড়ানোর কারন হচ্ছে জঙ্গলময় মানব শুন্য ফাকা পৃথিবীতে আদম পরবর্তী অনেক আদম সন্তানরা জীবিকার জন্য চারপাশে ছড়িয়ে পড়ে। তাদের কেউ ইচ্ছা করে কয়েকজন মিলে দুরে চলে যায়, কেউ পথা হারিয়ে অন্যত্র চলে যায়, প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ধারা গড়ে তোলে।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ