Jamiar

Call

 আসলে সেভ করতে বা অবাঞ্চিত লোম পরিস্কার করতে নতুন ও ধারালো ব্লেড /রেজার এর প্রয়োজন হয়। 

একবার ব্যবহার কৃত ব্লেডে তমন ধারালো থাকে না ফলে ত্বকে ক্ষতি হয়, লোম কাটে না,এছাড়াও ব্যবহার কৃত ব্লেডে জীবাণু থাকায় ত্বকে সংক্রামন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে নানান সমস্যা দেখা দিতে পারে।

আপনি যেই ব্লেড ব্যবহার করেন না কেনো সেটি ১ বারই ব্যবহার করনেন। তবে এমনো ব্লেড বা রেজার আছে যেগুলো দিয়ে একাধিক বার সেভ করানো যায় সেগুলো রেজার/ব্লেড গরম পানিতে দিয়ে কয়েক মিনিট রেখে জীবাণু মুক্ত করে নিবেন।তার পর ব্যবহার করবেন।অন্যথায় ব্যবহার কৃত ব্লেড /রেজার ব্যবহার না করাই ভালো।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App