Share with your friends
Mahadi

Call

Technology, Entertainment, Design বা TED হচ্ছে এমন একটি মিডিয়া অর্গানাইজেশন যারা কিনা এমন সব কনফারেন্স আয়োজন করে যেখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসে কথা বলেন এবং সেসবের ভিডিও তারা তাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে আপলোড করে। রিচার্ড সল উরম্যান ( Richard Saul Wurman ), একজন আর্কিটেক্ট এবং গ্রাফিক ডিজাইনার যার মাথায় প্রথম এসেছিল টেডের ভাবনাটি। তিনি লক্ষ করলেন যে, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট আর ডিজাইনের একদম অদ্ভুত সুন্দর সম্মিলন ঘটানো যায়। এক কনফারেন্সের আয়োজন করলেন সেই সালেই হ্যারি মার্ক্স ( Harry Marks ) কে সঙ্গে করে।

টেডকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা হল TEDx. এখানে এক্স মানে হচ্ছে x= Independently organized TED event. এক্ষেত্রে গেস্ট স্পিকার হয়ে আসেন স্ব স্ব এলাকার খ্যাতিমান, সফল ব্যক্তিবর্গরাই আসেন।

Talk Doctor Online in Bissoy App