মানুষ সৃষ্টির সেরা জাতি, মানুষের মন্দ কাজে বিরক্ত হলে তার জন্য হেদায়াতের দোয়া করবেন, কারো মৃত্যু চাওয়া ঠিক নয়। এটা গোনাহ্ এর অন্তভূক্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ




হ্যাঁ,  যে ব্যাক্তি অন্যের জন্য গর্ত করে এই গর্তে সেই পরবে।  আপনি যদি অন্য কাররো জন্য বদদোয়া করেন সেই দোয়া আপনার উপর পরতে পারে।  নবী ( স.) কে তায়েফ বাসী  নির্মম ভাবে মারার পরের তিনি অভিশাপ দেননি তাই আমরা তাঁর উম্মত হয়ে কিভাবে মানুষকে অভিশাপ দিব। এটা নিশ্চই মন্দ কাজ
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কারো মৃত্যুর জন্য দোয়া করা, বদদোয়া করা বা অভিশাপ দেওয়া একটি অপছন্দনীয় জায়েয কাজ। 

কারো মৃত্যুর জন্য বদদোয়া করার আগে খুব সাবধান! 

এ ধরনের দোয়া কারো না কারো ক্ষেত্রে অবশ্যই কবুল হয়ে থাকে।

যদি আপনি মাযু'র হন ও সেই ব্যাক্তি বদদোয়ার উপযুক্ত হয়, এবং তাকে শোধরানোর সর্বপ্রকার চেষ্টা ব্যর্থ হয়, তবেই কেবল তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে৷ কিন্তু খেয়ালের বশে মনমতো কারো বিরুদ্ধে বদদোয়া করলে তার গায়ে তো লাগবেই না, বরং দোয়ার গজব আপনার উপরই ফেলা হবে। 

وَعَنْ أَبي الدَّردَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِنَّ العَبْدَ إِذَا لَعَنَ شَيْئاً، صَعَدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ، فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الأَرْضِ، فَتُغْلَقُ أَبْوابُهَا دُونَهَا، ثُمَّ تَأخُذُ يَمِيناً وَشِمَالاً، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغاً رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ، فَإِنْ كَانَ أَهْلاً لِذلِكَ، وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا» . رواه أَبُو داود


আবূ দারদা (রাঃ)


তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘যখন কোন বান্দা কোন জিনিসকে অভিসম্পাত করে, তখন সেই অভিশাপ আকাশের দিকে উঠে যায়। কিন্তু তার সামনে আকাশের দ্বার বন্ধ ক‘রে দেওয়া হয়, ফলে পৃথিবীর দিকে নেমে আসে। তখনও তার সামনে (পৃথিবীর) দরজা বন্ধ ক‘রে দেওয়া হয়। কাজেই ডানে-বামে (এদিক ওদিক) ফিরতে থাকে। পরিশেষে যখন তা কোন যথার্থ স্থান পায় না, তখন অভিশপ্ত বস্তু বা ব্যক্তির প্রতি ফিরে যায়; যদি সে এর (অভিশাপের) উপযুক্ত হয়, তাহলে (তাকে অভিশাপ লেগে যায়)। নচেৎ তা অভিশাপ-কারীর প্রতি ফিরে আসে।’’


রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫৬৪

হাদিসের মান: হাসান হাদিস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ