Call

প্রথমেই বলে রাখি, আউটসোর্সিং থেকে ইনকাম করা খুব সহজ কাজ নয়। এর আগে আপনাকে কোন একটি বিষয়ে যথেষ্ট দক্ষ হতে হবে।  আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন , ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং , মাইক্রোসফট অফিস ইত্যাদি  কাজ থেকে যেকোন একটি বেছে নিয়ে সেটাতে প্রচুর দক্ষতা অর্জন করতে পারেন। মনে রাখবেন, এই বাজারে আপনার প্রতিযোগীদের সাথে,যারা অত্যন্ত দক্ষ। কাজেই তাদের সাথে টিকতে হলে আপনাকেও ভালোভাবে শিখতে হবে।  দক্ষতা অর্জনের পর প্রচুর প্র্যাকটিস করতে হবে।এরপর যদি নিজেকে কাজ করার মত প্রস্তুত মনে হয় কেবল তখনই আপনি এই মার্কেটে পা রাখতে পারবেন। বাংলাদেশী একটা সাইট kajkey.com যেখান থেকে কাজ পাওয়া সম্ভব। এছাড়া freelancer , fiver, upwork বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট রয়েছে। সেখানে একাউন্ট তৈরি করে নিজের প্রোফাইল ও পোর্টফলিও ভালোভাবে গড়ে তুলতে হবে। এরপর নিয়মিত বিভিন্ন কাজে আবেদন করতে থাকলে কাজ পাওয়া কঠিন কিছু হবেনা। সবথেকে গুরুত্বপূর্ণ কথা,  শুধুমাত্র ইনকাম করার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং করতে চাইলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার কাজের প্রতি আপনার ভালোলাগা ও আগ্রহ থাকতে হবে। আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ