Waruf

Call

এডসেন্স হচ্ছে গুগলের এড নেটওয়ার্ক। এখান থেকে  এড পার্মিশন গ্রহন করে এড পাবলিশ করে কিছুটা ইনকাম করা যায়।

এডসেন্স সাধারন ওয়েবসাইট মালিক, ইউটিউব চ্যানেলের মালিকের প্রয়োজন হয় ওয়েব সাইট থেকে ইনকাম করার জন্য।

নিজের এপ্রোভাল সাইটে এডসেন্স এর এড বসালে যদি ভিজিটর সাইটে আসে তাহলে ভিজিটর এই এড দেখবে। এর ফলে গুগল কিছু টাকা দেয়। আর এড এ ক্লিক করলে একটু বেশি ইনকাম হয়। মুলত প্রোডাক্ট কোম্পানি গুলো তাদের পন্যের বিজ্ঞাপন প্রচারের জন্য গুগলকে দেয়। আর গুগল সাইট পাবলিশার্সদের মাধ্যমে এই বিজ্ঞাপন ছড়িয়ে দেয়। যেহেতু পাবলিকের মাঝে প্রচার করে সাইট মালিকরা তাই গুগল কোম্পানির কাছ থেকে যে টাকা নেয় তা সাইট মালিকদের মধ্যে নির্দিষ্ট হারে বন্টন করে দেয়। এভাবে এডসেন্স কাজ করে। 

Talk Doctor Online in Bissoy App