Jamiar

Call

  প্রথমত আপনাকে বলি যে  নারীদের প্রথম মিন্স শুরু হয় ৯-১৪ বছর বয়সের মধ্যেই আর এই মিন্স  থাকে নারীদের ৪৫-৪৯ বছর বয়স পর্যন্ত তবে এর আগেই অনেকেরি মিন্স অফ হতে পারে।

আসলে কোণ নারী যদি সন্তান নিতে চান তাহলে তার প্রথমত মিন্স চক্র শুরু হয়েছে কিনা বা মিন্স চক্র ঠিক ঠাক হয় কিনা তার উপর নির্ভর করেই সে বেবি নিতে পারবেন ।কেনো না  একজন নারীর মিন্স চক্র যতদিন থাকবে ততদিন সে বেবি নেওয়ার ক্ষমতা রাখবে। আর মিন্স (পর্যাপ্ত বয়সে) চক্র বন্ধ হলেই সেই নারি সন্তান/বেবি  নিতে পারবে না। তবে একজন নারীর ১৭+ এর আগে তার পক্ষে সন্তান নেওয়া নিরাপদ নয়। 

আসা করি আমার কথা বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ