সিমের টাকা লক করার কোন এপ্স বা কোট থাকলে জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

যদি ইন্টারনেট প্যাক না থাকে তবে ডাটা অন করলেতো টাকা কাটবেই। আর ব্যালান্স লক সিস্টেম আছে বলে কখনো শুনিনি। তবে জিপি সিম হলে stop লিখে এসএমএস করুন ৫০০০ এ। ইন্টারনেট ডিয়াক্টিভ হলে। সমাধান পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি এম্বি না থাকে আর পে এস গ নামের পেকেজ চালু থাকে তাহলে এমন হবেই,, pay as go পেকেজ টাকা দিয়া নেট চালানোর নাম,,,  , এম্বি নাই কিন্তু আপনার একটা জিনিস জানতে হচ্ছে পেকেজ কিনতে অনেক টাকা দরকার কিন্তু আপিনার একটা ক্লিকে একটা পেকেজ না কিনার সুবিধায় pay as go পাকেজ বানানো হয়েছে,,  পায় আস গ পেকেজ বন্ধ করলেই এই সমস্যা থেকে বাচবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

আপনি পেয়েছেন এজ ইউনিয়ন গো একটিভেটেড আছেন। তাই ডাটা অন করলেই টাকা কাটবে। আপনি কোন একটি ডাটা প্ল্যান কিনে নিয়ে নেট চালান তাহলে সাশ্রয় হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

না এরকম সিস্টেম টা আর নেই। বন্ধ করার কোনো উপায় নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

এরকম কোন এপ্স নেই। আর আপনার সিম এ এম্বি না থাকলে টাকা কাটবে স্বাভাবিক। তবে ডাটা অন  করার জন্য আপনি অন্য  সিম ব্যবহার করুন যে সিম এ টাকা রিচার্জ করবেন না। শুধু ডাটা অন থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ