হ্যাঁ , আপনি বাসায় বসেও শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি বিবিসি জানালার টিউটোরিয়াল গুলি ডাউনলোড করে বাসায় প্রাকটিস করতে পারেন। বিবিসি জানালা  সাইট থেকে ডাউনলোড করে শুনতে পারেন। যদি মোবাইলে কাজ না করে তবে বাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিবিসি জানালার সকল টিউটোরিয়াল এর সিডি পাওয়া যায়। নীলক্ষেতে পাওয়া যাবে। আর যদি একবারেই হাতে সময় না থাকে তবে রকমারি  থেকে বই আর সিডি ১৫০ টাকা নিবে। আপানার বাসায় দিয়ে আসবে। ধন্যবাদ।  



Talk Doctor Online in Bissoy App

আপনি নীচের সাইটগুলো থেকে ঘরে বসে ইংরেজি শেখার চর্চা করতে পারেন।

https://www.facebook.com/EnglishToday.Co/?fref=ts

https://alison.com/course/

https://www.britishcouncil.in/english/learn-online

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

spoken english শেখার জন্য বাজারে 

অনেক বই বার হয়েছে, ওগুলির মধ্যে একটা

ভালো বই নিয়ে পড়তে পারেন। 

আরআর তাছাড়া বাড়িতে নিজে নিজে না

পরে,  কোনো ভালো সংস্থাতে গিয়ে

শিখলেই, ভালোভাবে তাড়াতাড়ি

শিখতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App