LekhonIslam

Call

না এটা হালাল হবে না। কারন ইসলাম জুয়া খেলাকে হারাম ঘোশনা করেছে।জুয়া খেলার টাকা কখনও হালাল হতে পারে না। হালাল টাকা রোজগার করতে হলে এ থেকে বিরত থাকতে হবে। তাহলেই আল্লাহ তাআলা রাজি ওখুশি হবেন।

Talk Doctor Online in Bissoy App

ভালো কাজে দিক নির্দেশনা ও সাহায্য করা যেমন সওয়াবের কাজ তেমনিভাবে কোন হারাম কাজে সাহায্য করাও গুনাহের কাজ। জুয়া সুস্পষ্ট হারাম। এ ধরনের কোম্পানীতে চাকরী করাও হারাম।আপনি কোন হালাল কাজ খুজতে থাকুন ।আল্লাহ আপনাকে সাহায্য করবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আল্লাহ তায়ালা মদ, জুয়া নিষিদ্ধ করেছেন।শুধু মদ খাওয়া আর জুয়া খেলাই নিষিদ্ধ না।এর সাথে সংশ্লিষ্ট ৮ শ্রেণির লোকও সমান অপরাধি কাজও এদের উপর আল্লাহর অভিশাপ নাযিল হয়।

১.মদের উপর।

২.মদ তৈরী কারির উপর।

৩.যে মদ পান করায় তার ওপর।

৪.মদ তৈরী পরামর্শ দাতার উপর।

৫.সংরক্ষণ কারির উপর।

৬.মদ বিক্রেতার ওপর।

৭.মদ বহনকারীর ও পরিবেশকারীর ওপর।

৮.মদ পানকারীর ওপর।

 (আবু দাউদ, ইবনে মাজাহ)

ঠিক এভাবে জুয়ার সাথে সংশ্লিষ্টদেরও ব্যাপারেও একই মাসয়ালা।আর ক্যাসিনোতে শুধু জুয়া খেলাই হয় না,সেখানে মদ,যেনা-ব্যাভিচার,সমকাম ইত্যাদিও হয়ে থাকে।

তাই আপনার কোন ধরনের ক্যাসিনোতে যে কোন ধরনের কাজ করা জায়েজ নয়।আপনি  হালাল কাজের কোন কোম্পানিতে কাজ করে,হালাল অর্থ উপাজর্ন করুন।আল্লাহ বরকত দিবেন।

Talk Doctor Online in Bissoy App