উন্মুক্ত থেকে ssc পাশ করে

আপনি সেনাবাহিনীর চাকরিতে

আবেদনই করতে পারবেন না।যার

প্রমান আমার আপন ছোট ভাই।

আর উন্মুক্ত থেকে ssc পাশ করতে

আপনার ৪.৫ ( সারে চার) বছর সময়

লাগবে ( প্রমানিত)। আর উন্মুক্তের

রোল নাম্বার হল ১২ অক্ষরের কিন্তুু বাংলাদেশের

অন্য সকল বোর্ডের রোল নং ৬ অক্ষেরের, তাছাড়া অন্যান্য

বোর্ডে রেজিট্রেশন নাম্বার থাকে কিন্তুু

উন্মুক্তে কোন রেজিঃ নাম্বার থাকে না।

এসব কারনে আপনি অনলাইন বা sms এ

বাংলাদেশের কোন চাকুরিতে আপনি

আবেদন করতে পারবেন না। উল্লেখ্য যে, আমার ছোট

ভাই উন্মুক্ত থেকে 2012 সালে ৪.৮০ পেয়ে উন্মুক্ত থেকে

ssc পাশ করেছিল, কিন্তুু সে কোনভাবেই আর্মিতে

দাড়াতে পারেনী, আজ তার জীবন প্রায় নষ্ট।

উন্মুক্ত বোর্ডে গিয়ে অভিযোগ করলেও এসব

সম্যসার কোন সমাধান হয়নি।

বিস্তারিত জানতে-০১৮২৮৭৮১১১৪

Talk Doctor Online in Bissoy App