Call

আপনি ঠিক কত নম্বর পাবেন তা আপনার লেখার নির্ভূলতা বা সঠিকতার উপর নির্ভর করবে। তবে সৃজনশীল পরিক্ষায় লেখিতোতে ফেল খুব কমই হয়।

Talk Doctor Online in Bissoy App

আপনি যেভাবে লিখেছেন সেক্ষেত্রে ক ও খ নাম্বার প্রশ্নের সবগুলো উত্তর সঠিক হলে প্রতিটি সৃজনশীলে 6-8 নম্বর করে পাবেন । অর্থাত্‍ যদি সর্বনিম্ন চারটি সৃজনশীল লিখেন তবেও পাশ করবেন । সবগুলো সৃজনশীল দিয়ে থাকলে আপনি আনুমানিক 45-55 নাম্বার পাবেন । আর অতিরিক্ত পাতা না নিলে ফেল করবেন এটা ভূল ধারণা ।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

প্রথমে বলি ক,খ,গ ও ঘ নাম্বার প্রশ্নের উত্তর বলতে ক নাম্বার

উত্তর তো সঠিক না হলে সেটায় নাম্বার পাওয়ার কোনো সুযোগ

নাই।ক নাম্বার প্রশ্নের উত্তর পুরোপুরি  সঠিক হলেই ১ নাম্বার

পাবেন।  আর খ,গ ও ঘ নাম্বার প্রশ্নের উত্তরগুলো পুরোপুরি

সঠিক হলেও অল্প হলেও নাম্বার পাবেন নিশ্চিত।

খ নাম্বার প্রশ্নের উত্তর পুরোপুরি সঠিক না হলেও সেখানে

১ নাম্বার হলেও পাওয়ার সম্ভাবনা আছে।

গ ও ঘ নাম্বার প্রশ্নের  উত্তরেও পুরোপুরিভাবে সঠিক না হলেও

৪ নাম্বারেরর মধ্যে ৩ নাম্বার করে অথবা ২ নাম্বার করে

হলেও পাবেন। আর আপনি কত নাম্বার পাবেন সেটা নিশ্চিতভাবে বলাটাও বাহুল্য।

তবে ৭ টি প্রশ্নে ৬ নাম্বার করেও যদি  পান তাহলে ৪২ পাবেন এবং

৭ নাম্বার করে ফেলে পাবেন ৪৯ নাম্বার। 

আর হ্যাঁ,পরীক্ষায় অতিরিক্ত লোস না নিলে যে পরীক্ষায়

অনুত্তীর্ণ হবেন সেটা একদমেই ভূল কথা।

যথা উদাহরণস্বরুপ,মনে করুন পরীক্ষায় একটি কবিতা

আসলে ( আমার সন্তান)  এই কবিতার ১০ লাইন লিখ?

এখন আমি যদি এই ১০ লাইন কবিতা লিখতে গিয়ে

 পুরোপুরি একটি পাতায় খরচ করি তাহলে আমাকে কি কেউ

আমায় 

বারণ করতে পারবে?  অবশ্যই না।এখন আপনি যদি

কবিতাটির ১০ লাইন লিখতে গিয়ে খাতার পুরোপুরি একটি

পাতা খরচ না করে আংশিকটায় লিখেন তাহলে কি আপনার

লেখা হবেনা?

আমিও তো ১০ লাইন কবিতা লিখলাম আর আপনিও তো

কবিতার ১০ লাইনেই লিখলেন। পার্থক্য এটাই যে আপনি

১০ লাইন কবিতা লিখতে গিয়ে খরচ করেছেন অল্প জায়গা

আর আমি ১০ লাইন কবিতা লিখতে গিয়ে খরচ করেছি

একটু বেশি জায়গা। তো এটা হলো পরীক্ষায় কেউ কেউ 

লেখাগুলো বড় করে এবং লাইনগুলো ফাঁকা দিয়ে লেখেন।

আবার কেউ কেউ লেখাগুলো ছোট করে লেখেন,

আর যারা লেখাগুলো বড় করে এবং ফাঁকা করে লেখেন

তাদের খাতারও একটু বেশি প্রয়োজন যার কারণেই দেখা

যায় তাঁরা অতিরিক্ত লোস নেয়।

পরীক্ষা হলো মোট ৭০ নাম্বারে আমি ফুল মার্কেই

অ্যানসারস করলাম মনে করেন মোট ৫ টা পাতায় এবং

আপনার পরীক্ষাও মোট ৭০ নাম্বারে আর আপনি ফুল

অ্যানসারস লিখলেন মোট ১০ টা পাতায় তাহলে 

আমিও ফুল মার্ক অ্যানসারস করলাম সঠিকভাবে এবং

আপনিও ফুল মার্ক অ্যানসারস করলেন সঠিকভাবে তাহলে

সেখানে আপনি পাশ করলে আমি ফেইল করব কেনো?

আবার মনে করুন প্রশ্ন হলোঃ বাংলাদেশের কোন ক্রিকেটার

প্রথম টেষ্টে ডাবল সেঞ্চুরী করেন?

এই প্রশ্নের উত্তরের মার্ক হলো ১ নাম্বার।

এখন আমি যদি উত্তরে বলি মুশফিকুর রহিম।

আর আপনি যদি বলেন মুশফিকুর রহিম ২০১৭ সালের

বাংলাদেশের মাঠিতে মিরপুর স্টেডিয়ামে ৩৫০ বলে ২২০ রান

করেন। তাহলে এখানে এক কথায় আমি যে নাম্বার পাবো

আর আপনি এত্ত কিছু লেখার পরেও সেই নাম্বারেই পাবেন।

আর হ্যাঁ কিসে পড়ে আপনার বন্ধু?


Talk Doctor Online in Bissoy App

অাপনি যেভাবে লিখেছেন তাতে ৪০-৫০ এর মধ্যে পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App