Unknown

Call

এসএসসি কিংবা অন্যকোন পাবলিক পরিক্ষায় লাইন গুনে নাম্বার দেয়া হয়না, ২০ পৃষ্ঠার খাতাতে যেমন লেটার মার্ক আসতে পারে তেমনি ৩০ পৃষ্ঠার খাতায় A- এর সমপরিমাণ মার্ক উঠতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার কোনো এক পাবলিক পরীক্ষায় সবচেয়ে বেশি (৩৫ পৃ.) লিখেছিলাম যে বিষয়ে শুধুমাত্র সে বিষয়েই আমার A+ মিস হয়েছিলো।

অনাকাঙ্ক্ষিতভাবে কোনো উত্তর দীর্ঘায়ীত করবেননা, এতে আপনার সময় যেমন অপচয় হবে তেমনি পরীক্ষকের নিকটও তা বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। উত্তরের বিস্তৃতি প্রশ্নের ধরণের উপর নির্ভরশীল। প্রশ্নে জানতে চাওয়া বিষয়টি সাবলীলভাবে বর্ণনা করতে পারলেই পূর্ণ নাম্বার পাবেন। 

প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের উত্তর ৩ থেকে ৪ পৃষ্ঠার মাঝে সীমাবদ্ধ রাখবেন।

Talk Doctor Online in Bissoy App

খ প্রশ্নের উত্তরে তিন থেকে চার লাইন , গ এর উত্তরে আট থেকে বার লাইন এবং ঘ এর উত্তরে বার থেকে ষোল লাইন লিখলে ভালো নম্বর নিশ্চিত ।

Talk Doctor Online in Bissoy App

আপনি ক এর প্রশ্ন ১ লাইন খ এর প্রশ্ন ৬ লাইন গ এর প্রশ্ন ১১ লাইন ঘ এর প্রশ্ন ১৬ লাইন লেখা ভালো। ক্ষেত্রবিশেষে এর কমবেশি হলে সমস্যা নেই। মূল উত্তরটুকু প্রদর্শিত হলেই আপনি ১০০ এর আনসার করলে প্লাস পাবেন।

Talk Doctor Online in Bissoy App