আমি কম্পিউটার enginiar হতে চাই বর্তমানে আমি ক্লাস টেনে পড়ি । পরবর্তীতে আমি কি করব
Share with your friends

মনযোগ দিয়ে পড়াশোনা করুন বিজ্ঞানের বিষয়গুলোতে বেশি করে নজর দিন। এস.এস.সি পাশ করার পর পলিটেকনিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারেন পরবর্তিতে বি.এস.সি ও এম.এস.সি করলেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। আবার সাইন্সে এইচ.এস.সি পাস করে সরাসরি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি ও এম.এস.সি করলেও কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনাকে ভালো রেজাল্ট করতে হবে, জিপিএ ৩.৫০তে সরকারি পলিটেকনিক এ চান্স পাওয়ার সম্ভাবনা থাকে, তবে ৪.৫০ এর উপর পেলে ভাল হয়,আপনাকে অবশ্যই ভালো জিপিএ achieve করতে হবে, আর বিজ্ঞান ও ম্যাথ ভালোভাবে পড়বেন, এস এস সি এর অপশনাল বিষয় কম্পিউটার হলে কিছুটা সুবিধা পেতে পারেন পরবর্তিতে।

Talk Doctor Online in Bissoy App