আমার বয়স ১৯। পেটে প্রচুর কৃমি আছে মনে হয়। সেজন্য প্রচুর কৃমিজনিত সমস্যায় ভোগছি। গত দুইদিন সোলাস ১০০মিগ্রা ট্যাবলেট খাচ্ছি। গুড়াকৃমি ঠিকই পায়খানার সঙ্গে বের হচ্ছে কিন্তু গোল কৃমি বের হচ্ছে না, পেটে সমস্যা করছে। গতকাল মুখ দিয়ে বমির মাধ্যমে একটা গোলকৃমি বেড়িয়ে আসে। তাই খুব চিন্তিত আছি। আপনাদের পরামর্শ দরকার।
শেয়ার করুন বন্ধুর সাথে

ট্যালেট Alphin DS ২ দিন ২ টা খাবার পর চুষে/ গিলে খাবেন।

পানী বেশী খাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ