পড়া মুখস্ত করার নিয়ম টা হলো মনযোগী হওয়া এটা আপনিও জানেন,, পড়া আস্তে ধিরে পড়ুন এবং পড়ার সমায় অন্য ধান্দা করবেন না,, নিজেকে টেনসন মুক্ত রাখার চেস্টা করুন, আসা করি সমাধান পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা স্মৃতিশক্তি এর ব্যাপার। আর স্মৃতিশক্তি সবার এক সমান থাকে না। তাই, কেউ বেশি মুখস্থ করতে পারে আর কেউ কম পারে। ইহা সব আল্লাহর-ই দান। এখন আসি আপনার কথায়, যেহেতু আপনার স্মৃতিশক্তি কম। তাই, আপনে যেকোনো পড়া প্রথমে বুঝে-শুনে পড়বেন। তারপর কিছু কিছু কঠিন শব্দ বা কলাম মুখস্থ করে রাখবেন এবং এই কঠিন কলাম বা শব্দের মাধ্যমে না দেখে বলার চেষ্টা করবেন। আর নিজে নিজে তা না দেখে লেখার চেষ্টা করবেন। আর আল্লাহর নিকট স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দোয়া করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ