Call

যদি তারা ভূল বুঝতে পারে আর আল্লাহর কাছে ক্ষমা প্রর্থনা করে আর তওবা করে যে আর কোনোদিন শিরক করবে না তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তিনি সব অপরাধ ক্ষমা করবেন কিন্তু শিরকের মত মহাপাপ ক্ষমা করবেন না। চাই সে জেনে শিরকে লিপ্ত হোক বা না জেনে লিপ্ত হোক। কারণ মানুষের জন্য জানাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। পরকালে না জানার অজুহাত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। সুতরাং ভিন্ন ধর্মের মানুষ না জেনে শিরক করলেও তা আল্লাহ ক্ষমা করবেন না। তবে যদি মৃত্যুর পূর্বে তাওবা করে মুসলিম হয়ে যায় তাহলে তো ক্ষমাপ্রাপ্ত হবে। বাস্তবে সত্য খোঁজার আগ্রহ উদ্দীপনা থাকলে অবশ্যই সে সত্যের দিশা পাবে। আর কেউ যদি কাউকে সত্য না জানায় সেটা তার অপরাধ। কিন্তু এ কারণে না জানা ব্যক্তি এ অযুহাতে মুক্তি পাবে না যে আমাকে কেউ সত্য জানায় নি। কারণ সত্য জানা তার দায়িত্ব। এ দায়িত্ব তাকেই পালন করতে হবে। আর বর্তমান যুগে না জানা কোনো অজুহাত হতে পারে না। জানার অসংখ্য মাধ্যম এবং উপায় বর্তমানে বিদ্যমান রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

শিরক শুধু অমুসলিম নয়, মুসলিমরাও করে। যদিও তাদের প্রকৃত মুসলিম বলা যায়না। যেমন: পূজায় নাচ, হলি খেলা।

আর আল্লাহ বলেন, " নিশ্চয়ই শিরক চরম জুলুম " তাই শিরক ক্ষমার যোগ্য না

কিন্তু তিনি রহিম রহমান এবং ন্যায় বিচারক।  তিনি অবশ্যই জানেন কোন বিচার শ্রেষ্ঠ।

তাই কে না বুঝে করল আর বুঝে করল আল্লাহ ভাল জানেন। এবং তিনি তার ন্যায় বিচার করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ