Call

প্রতিদিন সকালে নামাজ পড়ে কিছু হাটাহাটি করুন এর পর পান্তা ভাত দিয়ে নাস্তা করুন, সকাল দশটায় আবার ভাত খাবেন,,দপুর ১২.৩০মিনিটে হালকা নাস্তা করুন তৈলাক্ত জিনিস ছাড়া,যোহর পড়ে, ২টায় দুপুরের খাবার ৩০মিনিট হাটাহাটি করুন ২.৩-৪.৩০পর্যন্ত ঘুমান ঘুম থেকে উঠে আছরের নামাজ পড়ে একটু হাটাহাটিকরুন এরপর নাস্তা করুন মাঘরিব পড়ে পড়তে বসুন,.৯টায় ভাত খেয়ে ১০টায় ঘুমান,,,,প্রথম প্রথম কম খেতে পাড়লে পরে ঠিকহয়ে যাবে,,খালি পেটে একটু আদা খান খিদা বাড়বে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ