আমার symphony E60 ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক কম ১২৮ মেগাবাইট,,যার কারনে আমি ফেইসবুক মেসেঞ্জার whatsapp কিছু সময় ইউজ করার পর অনেক ডাটা জমে যায়,এবং স্টোরেজ ফুল হয়ে যায়,,এমন কোনো উপায় আছে কি, যাতে App ডাটা এন্টারনাল মেমোরিতে না জমে এক্সটারনাল মেমোরিতে জমা হবে,এবং ইন্টারনাল স্টোরেজ স্পেস থাকবে,কোনো উপায় তাকলে বুঝিয়ে বলবেন প্লিজ
Share with your friends
ShahRiaz

Call

আপনার ফোনের Setting > Application manager > all এ গিয়ে যে যে সফটওয়ারটির ডাটা এক্সটার্নাল মেমোরিতে করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর সেখান থেকে move to sd তে ক্লিক করলে সব ডাটা এক্সটারনাল মেমোরিতে চলে যাবে।

Talk Doctor Online in Bissoy App