Call

২ আগে মারা যাবে|কারন ২কে ধাক্কা দিয়ে ফেলে দিলেই ফাঁসিতে ঝুলে যাবে|ফলে তার মৃত্যু নিশ্চিত আগে হবে|১ এর দড়ি আগে কাটা হলে সে ঝুলবে না|কারন তার পা টুলে ঠেকে আছে|ফলে সে ফাঁসিতে ঝুলবে না|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রশি না কাটাগেলে দুইজন একসাথে মরবে। কারণ প্রথমজন ২য় জনকে ধাক্কা দিচ্ছে। আর ২য় জন ১মজনেরর রশির হতের মধ্যে ধরে রাখেচে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

সঠিক উত্তর :-

যদি রশি আগে কাটা  হয় তাহলে 

১ নং মরবেই না।  

যদি ১ নং ২নং কে ধাক্কা দেয় রশি

কাটার পূর্বেই তাহলে ১ নং,  ২নং উভয়েই

মৃত্যুবরণ  করবে কারন হলো

১ নং ধাক্কা দেওয়ার কারনে ২নং রশিতে

ঝুলে পড়বে, ঝুলে পড়ার সাথে সাথে সে তার 

বাম হাত দিয়ে ধরে থাকা রশি ঝুলে বাঁচার চেষ্টা

করবে  এক্ষেত্রে যেহেতু রশিটি ১ নং ব্যাক্তির ফাসি

সেহেতু ১ নং ও ফাসিতে ঝুলে যেতে পারে 

২নং যেহেতু তার রশিতে বল প্রয়োগ করবে।

তাহলে বিষয়টি... এমন যে... 

রশি আগে কাটা হলে (সম্ভবনা ক্ষীণ) ১ নং

কোন ভাবেই মারা যাবে না এবং ধাক্কা না 

দিলে (ধরে নেওয়া হল) কেউ ই মারা যাবে না।

অর্থাৎ এ ক্ষেত্রে কেউ ই মরবে না। 

এবং,  ১ নং ২ নং কে ধাক্কা  দেওয়ার কারনে

২ নং তো ফাঁসিতে ঝুলে যাবেই, এবং সাথে

১ নং ও ফাঁসিতে ঝুলে যাবে ২ নং কে 

ধাক্কা দেওয়ার কারনে। মূল কথা : এখানে 

মরলে দুজনেই মরবে। 

আগে পরে নিশ্চিত করে বলা যায় না যদিও

লজিক্যালি ২ নং আগে মরবে এমনটাই মনে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ