লঙ্কেশ্বর রাবন তার দর্পের কারনে ধ্বংশ হয়েছিলেন, তাই অতি দর্প পরিত্যাজ্য।দর্প বলতে অত্যধিক অহংকার, এখানে অতি দর্পে হতা লঙ্কা বলতে বোঝানো হয়েছে > অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"অতি দর্পে হত লঙ্কা"একটি অমর বাক্য । বাক্যটির ইংরেজি "Pride goes before destruction" বাক্যটির অর্থ হলোঃ অহংকার করে কেউ বেশিদিন টিকে থাকতে পারেনা । যে অহংকার করে তার পতনও অনিবার্য । এই বিষয়টি হিন্দুদের "রাম রাবণের" কাহিনী দিয়ে বুঝানো হয়েছে । রাবণ তার শক্তি সামর্থ নিয়ে খুব অহংকারী ছিল । কিন্ত তার অহংকার চূর্ণ করে "রাম" তাকে পরাজিত করে এবং তার রাজ্য লঙ্কাতেও তান্ডব চালায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ