Call

সঠিক উত্তর হবে I have got GPA 5.

Talk Doctor Online in Bissoy App
Call

আমি GPA 5 পেয়েছি । এটি present perfect tense .  present perfect tense এ Verb এর past participle form বসে ।বাক্যটির ইংরেজি অনুবাদ হল: 

I have gotten GPA 5 .

Talk Doctor Online in Bissoy App

এক্ষেত্রে সর্বাধিক উপযুক্ত উত্তর হবে I have obtained GPA 5. এর অর্থ দ্বাড়ায় আমি জিপিএ ৫ অর্জন করেছি। এখানে বাংলায় পেয়েছি ব্যবহার হলেও ইংরেজিতে এটাই হবে। কারন জিপিএ ফাইভ কেউ হাতে পায় না। এটা অর্জন করে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি একবার ভাইবায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তখন আমিও I have got GPA 5 বলেছিলাম। কিন্তু সেই এক্সটারনাল আমার ভুল ধরেছিলেন এবং সাথে সাথে সঠিকটাও বলেছিলেন। আর সেই সঠিকটা হচ্ছে যেটা আমি উত্তরে লিখলাম। কাজেই এখন আপনি সিদ্ধান্ত নেন, কোনটা ঠিক?

Talk Doctor Online in Bissoy App