আল্লাহ তাআলা এখন পর্যন্ত কাউকেই জান্নাত জাহান্নাম দেননি। এটা হবে কিয়ামতের পর। কিয়ামত হবে, হাশর নশর হবে, এরপর বিচার হবে। এরপর যার যার প্রাপ্য অনুযায়ী জান্নাত জাহান্নাম লাভ করবে। আপনি জান্নাত, জাহান্নাম এবং হাশর সম্পর্কিত হাদিসগুলা অধ্যয়ন করুন, তাহলেই এ সম্পর্কে অনেক দলিল পেয়ে যাবেন। যেমন, একটা হাদিসের ভাষ্য হল, 'পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম সন্তান একটুও নড়তে পারবে না। ......' সে জায়গায় কিয়ামতের আগে জান্নাত জাহান্নাম লাভ ককরা অসম্ভব। নবীরাও বর্তমানে কেউই জান্নাতে অবস্থান করছেন না। বরং এক দুজন সম্পর্কে পাওয়া যায়, তাঁরা আকাশে আছেন। যেমন, ঈসা আলাইহিসসাল্লাম। হ্যাঁ, নবীগণ এবং নেককারদের কবর জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। কিন্তু তারা সরাসরি জান্নাতে অবস্থান করছেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ