নারী পুরুষের মাঝে স্বাতন্ত্র্য সৃষ্টি হওয়া অনেক বড় একটি উপকারের বিষয়। নারী পুরুষের মাঝে যদি বৈশিষ্টগত ব্যবধান সৃষ্টি না হতো তাহলে সৃষ্টির সৌন্দর্য ফুটে উঠত না। নারী পুরুষের মাঝে অন্যান্য ব্যবধানের মাঝে দাড়ির বিষয়টি অন্যতম একটি ব্যবধান। দাড়ি বস্তুত পৌরুষত্ব এবং শক্তি-সাহসের প্রতীক। পুরুষ যেহেতু নারীর তুলনায় সবল শক্তিশালী এবং সহসী হয় তাই আল্লাহ তাআলা তাকে শক্তি ও সাহসের প্রতীক দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন। দাড়ির উপকারের সাথে পুরুষের দৈহিক ও স্বভাবগত বিষয়গুলোর সাযুজ্য সৃষ্টি হয় তাই শুধু পুরুষকে দাড়ির স্বাতন্ত্য দিয়ে সৃষ্টি করেছেন। নারীর দৈহিক এবং স্বভাবগত বিষয়ের সাথে দাড়ির উপকারিতার সাযুজ্য তৈরি হয় না তাই নারীকে দাড়ি বিহীন মসৃণ করে সৃষ্টি করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ