শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

পানি একটু কম করে খেয়ে দেখুন, এটা

কোন সমস্যা নয় স্বাভাবিক।


প্রস্রাব করার পর পুরুষের

শরীর ঝাঁকি দেয়, সেটা

শরীরের একটা স্বাভাবিক

কার্য। 

কারন আমরা জানি-

পুরুষের প্রস্রাবের পুরুষাঙ্গের দুই কাজ। ইউরিনেশন ও জননাঙ্গ । 

তাই প্রস্রাবের রাস্তার মাঝে একটা গেট বা ইউরেথ্রাল ভাল্ভ থাকে । 

যখন প্রস্রাব শেষ হয় , তখন ঐ ভাল্ভ ক্লোজ হয় এবং ইউরেথ্রাল অবশিষ্ট ইউরিনকে বের করতে পুরো শরীরের একটা

মিনিমাম খিঁচুনি ভাব হয় ।

প্রস্রাবের বেগ থাকলে

সেইবার বেশী হয় এমন। যা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।একে “পোস্ট মিকচুরিশন কনভালশন” ও বলা হয়ে থাকে।

যা সাভাবিক, কোন কবিরাজি ঔষধের ও

দরকার নাই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ