Call

এটা কোনো রোগ নয় । মূত্রের রং পানি খাওয়ার উপর নির্ভরশীল । পানি বেশি খেলে মূত্রের রং সাদা হয় আর পানি কম খেলে মূত্রের রং হলুদ বা হালকা হলুদ হয় । কারণঃ- মানুষের দেহে উৎপন্ন বিভিন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের হয়ে যায় । যা পানি পান করা ছাড়া হয় না । তাই পানি বেশি পান করলে অন্যান্য বর্জ্য পদার্থের সাথে পানির অনুপাত বেশি থাকে ফলে মূত্রের রং সাদা হয় । আর পানি কম পান করলে নাইট্রোজেন ঘটিত বর্জ্যের সাথে পানির অনুপাত করলে বিভিন্ন বর্জ্যের অনুপাত বেশি হয় । ফলে মূত্রের রং হলুদ হয় । আর মূত্রের রং হলুদ হওয়ার আরেকটি কারণ মূত্রের অম্লীয় বা ক্ষারীয় ধর্ম ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হালকা হলদে: গবেষকরা বলছে এটাই প্রস্রাবের স্বাভাবিক রং। ইউরোক্রোম নামে একটি উপাদানের কারণে এই রং থাকে আমাদের প্রস্রাবে। পিত্তরসের একটি বর্জ্য উপাদান থেকে ইউরোক্রোম নিঃসরণ হয়। এই স্লান হলুদ রঙের প্রস্রাব বলে দেয় স্বাভাবিক মাত্রায় ৯৬ ভাগ পানি আর বাকিটুকু বাড়তি লবণ, হরমণসহ অন্যান্য বর্জ্য রয়েছে প্রস্রাবে, যা সুস্থতাকে নির্দেশ করে ।আর যখন আপনি অতিরিক্ত পানি পান করেন তখন হলুদ রঙের উপাদানটি পাতলা হয়ে স্বচ্ছ প্রস্রাবে পরিণত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ