Call
ডায়াবেটিসের সাধারণ লক্ষণঃ
* অতিরিক্ত পিপাসা।
 
* অতিরিক্ত প্রস্রাব বা ঘন ঘন প্রস্রাব (Frequency micturation)। বিশেষ করে রাত্রিকালীন ঘন ঘন প্রস্রাব।
 
* অতিরিক্ত ক্ষুধা।
 
* শীর্ণতা (Loss of weight) অর্থাৎ খাদ্য গ্রহণের তুলনায় শরীরে ওজন কমে যাওয়া।
 
* অতিমাত্রায় শারীরিক দুর্বলতা।
 
* বিভিন্ন চর্মরোগ দেখা দেয়া।
 
* শরীরের কোথাও ক্ষতের (Sore) সৃষ্টি হলে দেরিতে শুকানো।
 
* সামান্য পরিশ্রমে ক্লান্তবোধ হওয়া।
 
* যৌন ক্ষমতা হ্রাস।
 
* হাতে পায়ের স্বাভাবিক অনুভূতি লোপ(loss of feel) পাওয়া।
 
* প্রস্রাবের রাস্তায় প্রদাহ।
 
* চোখে ঝাপসা দেখা।
 
* পায়ে ঘা।
এতে করে বোঝা যায় আপনার মায়ের ডায়াবেটিস হয়নি । সাধারণত শরীর দূর্বল হলে বা প্রেশার বাড়লে এই ধরনের সমস্যা দেখা দেয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ