MehediHasanRemon

MehediHasanRemon

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

MehediHasanRemon

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 117.84k বার দেখা হয়েছে | এই মাসে 117.84k বার
15 টি প্রশ্ন দেখা হয়েছে 15.33k বার
68 টি উত্তর দেখা হয়েছে 102.51k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 1 টি প্রিয়

Blogs

Recent Q&A

গর্ভবতী হবে নাকি হবেনা?

আমি আমার স্ত্রী এর সাথে সহবাস করি । সহবাসের ৪ দিন পরে তার পিরিওড হয়। কিন্তু পিরিওড এর ১০ দিন পরে বলসে যে তার নিচ পেটে বাম পাশে ব্যাথা করছে । এখন সে কি গর্ভবতী হবে নাকি হবেনা নাকি ব্যাথাটা অন্য কোনো ব্যাথা । আমি এক্ষনি বাচ্চা নিতে চাই না। নোট:আমি আমার স্পাম(বীর্য) তার যোনিতে নিঃসরণ করেি নাই। 0 likes | 2915 views

একটা PC (computer) Build করতে চাই?

আমি একটা পিসি বানাইতে চাই । আমার কাজ হালকা গেইম, টাইপিং, ব্রাউজিং ইত্যাদি হালকা কাজ করবো তো সেক্ষেত্রে আমি কি কি component দিয়ে পিসি বানাবো??

1. প্রসেসর কোনটা দিবো?

2. মাদারবোর্ড কোনটা দিব?

3. Ram 4 জিবি কোনটা দিব?

4. হার্ডডিক্স 1 টেরাবাইট কোনটা দিব?

এবং আর কি কিি লাগবে??(শুধুমাত্র পিসি এর জন্য)

এবং কোনটার কি দাম??

বাজেট- ১৭০০০ টাকা(শুধুমাত্র পিসি এর জন্য )
0 likes | 1671 views

Youtube-এ Monetization করার পরেও Not Enabled দেখাচ্ছে কেন আর কীভাবে এই সমস্যার সমাধান করব?

imageMonetization করার পর google Absense- এ উপরের চিত্রের পেইজটি দেখা দিচ্ছে ।কিন্তু তবুও  Monetization-এ Not Enabled দেখাচ্ছে কেন(চিত্রে প্রদত্ত)image ।তবে কি  Monetization  হয়নি ? যদি  Monetization না হয় তালে কীভাবে এই সমস্যার সমাধান করে Monetization করতে পারব বা যদি  Monetization হয় তাহলে Not Enabled দেখানোর কারণটা কি আর এটার সমাধান করব কীভাবে? 0 likes | 2861 views

Youtube-এ Monetization করতে একটা সমস্যা হচ্ছে কীভাবে সমস্যার সমাধান করব?

image Monetization -এ চিত্রের সমস্যা দেখা দিচ্ছে ।কীভাবে এই সমস্যার সমাধান করে Monetization করতে পারব।

0 likes | 2904 views

কীভাবে Dhaka Stock Exchange- এ বিনিয়োগ বা শেয়ার ক্রয় করব?

আমার বয়স ২২ বছর । আমি BBA 4th Semester-এর একজন ছাত্র । আমি কি Dhaka Stock Exchange থেকে শেয়ার ক্রয় করতে পারব ? শেয়ার ক্রয় করতে হলে আমাকে কী করতে হবে, কীভাবে করতে হবে, কী থাকতে হবে । কীভাবে Dhaka Stock Exchange থেকে শেয়ার ক্রয় করব । শেয়ার ক্রয়ের পর কোম্পানি থেকে কীভাবে লভ্যাংশ দেবে বা পাবো।

0 likes | 2962 views

আমার age 24 প্রেসার হওয়ার কারনে আমি হতাশ।তাই সারাক্ষণ আমি মানসিক টেনশনে থাকি।এই কারনে আমি মাথা pain এ ভুগি সারাক্ষন।আমি MBA করছি আমার result খুব ভাল মানের তবু আমি কেন মানসিক টেনশন থাকি বুঝতেসি না। please আমাকে বাচাতে help korun.?

0 likes | 2988 views

আমার বয়স অনুযায়ী আমার ফেস আমার শারিরিক গঠন ঠিক নাই?

আমার বয়স ২৪এর কোঠায়,আমার উচ্চতা৫ফুট ৩ইঞ্চি বডি ৩২ইঞ্চি ওজন ৫২কেজি।আমি জানি আমার বয়সের তুলনায় আমি ফিট নই,আর আমার কাছে খুব খারাপ লাগে আমার বয়স অনুযায়ী আমার ফেস এখনো মনে হয় ছোট ছেলের মত,চারপাশের সবাই যখন অনেক বড় হয়ে যাচ্ছে আমি তখন মন খারাপ করে শুধুই ভাবি আমার নিজের সমস্যা গুলো।সবাই বলে আমার নাকি বয়স হয়ে গেছে আমি নাকি আর বাড়বো না আমি নাকি আর মোটাও হবো না,আমিও চাই আর একটু লম্বা হয়ে একটু মোটা হতে আমি নিজেও নিজেকে বিগত কয়েক বছর ধরেই দেখছি আমার নিজের কো ন দৈহিক পরিবর্তন নাই।প্লিজ আপনাদের উপদেশে আমাকে সাহায্য করুন। আশা করি উত্তর গুলো আমাকে দিয়ে সাহায্য করবেন। 0 likes | 3012 views

কি করে ২-৩ ইঞ্চি উচ্চতা বাড়াতে পারব আমি প্লিজ বলুন!!!?

আমার বয়স ২১ বছর। আমার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি।আমি আরো ৩-৪ ইঞ্চি উচ্চতা বাড়াতে চাই। কি তা বাড়ানো সম্ভব? প্লিজ আমাকে জানাবেন আমি কিভাবে উচ্চতা বৃদ্ধি করতে পারি?কোনো medicine নেওয়া যাবে কি?  কোন medicine প্লিজ বলুন? আমার খুব কষ্ট হয়। সবাই বেটে বলে রাগাই, খুব খারাপ লাগে...  ২-৩-৪ ইঞ্চি যাতে বড় হতে পারি, প্লিজ হেল্প করুন?? প্লিজ...!!! 0 likes | 3630 views

নিচের চিত্রটি দেখে উত্তর দিবেন কি?

আমার ছোট বোনের বয়স ৬ বছর ৯ মাস । ওর জন্মের পর থেকে অর্থাৎ ২/৩ মাস পর থেকেই জিহ্বাতে নিচের চিত্রের ন্যায় গাঁ দেখা দেয় । যা এখন পর্যন্ত বিদ্যমান আছে । 

মাসের মধ্যে দেখা যায় যে ১০ থেকে ১৫ দিন ভালো থাকে আবার শুরু হয়ে যায়।। এমন আকার ধারন করে যেন জিহ্বার ভিবিন্ন স্থান থেকে চামড়া উঠে যায় ( চিত্রে যেমন আছে ,হয়তোবা ক্লিয়ার দেখা যাচ্ছে না) ।

এতে সে অনেক কষ্ট পায় জ্বালের কারনে ঠিক মত খাবার খেতে পারে না ।

অনেক ডাক্তার দেখিয়েছি । বিভিন্ন এলপথিক এবং হোমিও ঔষধও খাওয়াইছি কিন্তু কাজ হয় না । হতে পারে ্ যে সব ডাক্তার দেখেছেন তারা ঠিক মত ঔষধ দিতে পারেন নাই তাই হয়তোবা ভালো হয় নাই।

কেউ এই রোগের নাম ও চিকিৎসা জানলে দয়াকরে বলবেন ......।।

আর দোয়া করবেন আল্লাহ যেন আমার ছোট বোনটাকে শিগ্রই সুস্থতা দান করেন ।( আমিন )

image

image

0 likes | 3098 views

আমি কোন কিছুই মনে রাখতে পারি না,,,,,তাই বেশি কথাও বলতে পারি না যে সব কথা বলতে চাই সে সব কথাই মনে না থাকার কারনে বলতে পারি নাকেন এর সমাধান চাই?

0 likes | 3099 views